স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ মে।। করোণা পরিস্থিতিতেও রেহাই নেই। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।দেশজুড়ে করোনা পরিস্থিতি দিনের পর দিন উদ্বেগজনক আকার ধারণ করতে শুরু করেছে। এই সংকটজনক পরিস্থিতিতেও পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখার তেমন কোন উদ্যোগ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
তাতে ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনগণ। গত মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেল আরও মহার্ঘ হয়েছে। পেট্রোল প্রতি লিটারে২৫ পয়সা এবং ডিজেলের প্রতি লিটারে ২৭ পয়সা মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৮৫ পয়সা এবং পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়ে ৮৪ টাকা ৪৫ পয়সা প্রতি লিটার। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
করোনা পরিস্থিতিতেও জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটায় সাধারন মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে জনজীবন নাজেহাল। এইভাবে আর কতবার পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। তাছাড়া কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে কোনো হেলদোল নেই বললেই চলে।