ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার চোটের জন্য হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন। সেখান থেকেই তারা করোনা আক্রান্ত হয়েছেন। এই দুজন আক্রান্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বাকি সবার কভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে অন্যদের ফল নেগেটিভ এসেছে। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা-বেঙ্গালুরুর।
কিন্তু স্থানীয় আয়োজক গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে ম্যাচটির সূচি ইতোমধ্যে বদল করা হয়েছে। আইপিএলে এবার ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বিরাট কোহলি বেঙ্গালুরুর। মাত্র ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম স্থানে অবস্থান সাকিব আল হাসানের কলকাতার।