করোনা পরিস্থিতিতে অস্থায়ীভাবে নতুন ১০০ চিকিৎসক নিয়োগ করতে চাইছে স্বাস্থ্য দফতর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মে।। রাজ্যে করোনা পরিস্থিতির অবনতির নিরিখে অস্থায়ীভাবে নতুন ১০০ চিকিৎসকদের নিয়োগ করতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ এই বিষয়ে রবিবার এক বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা৷

৫০ হাজার টাকা সাম্মানিকের ঘোষণা দিয়ে আগামী ৫ মে’র মধ্যে আবেদনপত্র আহ্বান করেছে দফতর৷ গত বছরও করোনা অতিমারির চূড়ান্ত সময়ে মে মাসে একইভাবে ২৪ জন সেবিকা ও ৭৪ জন চিকিৎসক নিয়োগ করেছিল দফতর৷

রবিবার জারি করা এই বিজ্ঞপ্তিতে সাধারণ এমবিবিএস চিকিৎসক সহ আয়ুষ চিকিৎসক ও দাঁতের চিকিৎসকদেরও আবেদন করতে সুযোগ দেওয়া হয়েছে৷ শুধুমাত্র নির্দিষ্ট কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসা সেবা দিতেই এদের নিয়োগ করা হচ্ছে৷ গতবছরও একইরকমভাবে চিকিৎসক সহ সেবিকাদের অস্থায়ীভাবে নিয়োগ করেছিল দফতর৷

অবশ্য করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নিযুক্তদের সঙ্গে মাসিক ভিত্তিতে নিয়োগ চুক্তি আর এগোয়নি৷ যদিও পরবর্তী সময় ৭৫ জন চিকিৎসকদের জন্য রাজ্য অর্থ দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়ে রেখেছে৷ কিন্তু স্থায়ী নিয়োগ হয়নি এই প্রথম সারির কোভিড যোদ্ধাদের৷

রাজ্যের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সংগঠনগুলি বিভিন্ন সময় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য এইসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করার দাবি করে আসছিল৷ এই বছর আবার একইভাবে বেকার চিকিৎসকদের নিয়োগ করতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?