অনলাইন ডেস্ক, ৩ মে।। চুলে রঙ করতে কে না পছন্দ করে। তবে পার্লার কিংবা বাজারের কেনা রঙে ভরসা করতে পারেন না অনেকেই। ফলে ইচ্ছা থাকলেও রঙ করা হয়ে উঠে না। কিন্তু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে যদি চুল রঙ করা যায়? তাহলে জেনে নিন কী ভাবে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে চুল রঙ করা যায়।
বিটরুট
চুলে হালকা লাল রঙ চান? তা হলে বিটের রস একটা স্প্রে করার বোতলে ভরে নিন। এই বিটের রস চুলে স্প্রে করে অন্তত ঘণ্টা তিনেক রেখে দিন। চুল ভালোমতো শুকিয়ে গেলে শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন।
কফি
কফির গুঁড়া আধঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখুন। তার পরে জলটা ছেঁকে আলাদা করে নিন। নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা হতে করে নিন। এতে কিছুটা কন্ডিশনার মিশিয়ে চুলে স্প্রে করে দিন। ১ ঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল কফির রং পাবে।
চা
খুব কড়া করে চা বানান। এক কাপ গরম জলে ৫ চা চামচ বা ৫টি চায়ের ব্যাগ দিন। গরম জল ভালোমতো ঠান্ডা না হওয়া অব্দি রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে চায়ের জল মাথায় স্প্রে করে নিন। আধ ঘণ্টা রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
হেনা
চুলে রং করার সব চেয়ে পুরনো পদ্ধতি হলো হেনা। হাফ কাপ হেনার সঙ্গে এক কাপ পানির চার ভাগের এক ভাগ মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে মিশ্রনটি চুলে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। তার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।