বিজেপির কাছে কমল হাসানের হার

অনলাইন ডেস্ক, ৩ মে।। রাজনৈতিক আঙিনায় নিজের প্রথম লড়াইয়ে হেরে গেলেন দক্ষিণী তারকা কমল হাসান।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজেপির ভানাথি শ্রীনিবাসনের কাছে হেরে গেলেন কমল হাসান। মাত্র ১৫৪০ ভোটে হেরে গিয়েছেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা।

রোববার (২ মে) পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ঘোষিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল। তামিলনাড়ুতে এআইএডিএমকে-বিজেপি জোটকে হারিয়ে দশ বছর পর ক্ষমতায় ফিরেছে এমকে স্ট্যালিনের ডিএমকে।

অন্যদিকে, নিজের দল গড়ে এবারের ভোটে লড়েছিলেন কমল হাসান। কিন্তু শেষ পর্যন্ত হেরেই গেলেন বিজেপি প্রার্থীর কাছে।

যদিও পরবর্তীতে টুইট করে জয়ের জন্য ডিএমকে নেতা স্ট্যালিনকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ”এই সাফল্যের জন্য এমকে স্ট্যালিনকে অনেক শুভেচ্ছা। এই কঠিন পরিস্থিতিতে আপনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তামিলনাড়ুর উন্নতিতে আরও ভালো করে কাজ করুন, সেই শুভেচ্ছাই আপনাকে জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২৩৪ আসনের বিধানসভার মধ্যে ১৫৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কমল হাসানের দল মাক্কাম নিধি মাইয়াম। বাকি ৮০টি আসনে দুই শরিক দল অল ইন্ডিয়া সমথুবা মাক্কাল কাটচি এবং ইন্ডিয়া জননায়গ কাটচি-কে সমর্থন করে কমল হাসানকে। কিন্তু একটি আসনেও জেতেনি তাঁর দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?