স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মে৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ডঃ শৈলেশ কুমার যাদবকে৷ রবিবার ডঃ শৈলেশ কুমার যাদব মুখ্যসচিবের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে জানান তাঁকে যেন জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়৷
কারণ হিসেবে জেলা শাসক শৈলেশ কুমার যাদব উল্লেখ করেছেন সম্প্রতি আগরতলায় মানিক্য কৌর্ট এবং দোলাপ বাগান বিয়ের অনুষ্ঠানে করোনা নাইট কারফিউ অমান্য করার ঘটনা ঘটেছিল এবং সেখানে তিনি আইনের প্রয়োগ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন৷ সেই মোতাবেক তদন্ত প্রক্রিয়া চলছে৷ তাই তদন্তে যাতে কোন প্রভাব না পড়ে সেজন্য তিনি এই পদ থেকে অব্যাহতি চাইছেন৷
রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, মুখ্যসচিব ডঃ শৈলশ কুমার যাদবের আবেদন গ্রহণ করেছেন৷ তাঁকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ আইএএস রেবেল হেমেন্দ্র কুমারকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে৷