সামান্য কয়েকটি টাকার জন্য পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হল এক যুবকের

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২ মে।। সামান্য কয়েকটি টাকার জন্য পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হল এক যুবকের৷ সংবাদ সূত্রে খবর আমবাসা থানাধীন কাছিমছড়া এলাকার রামচরণ দেববর্মা পাড়ার বাসিন্দা অরুণ কুমার দেববর্মার ছেলে সঞ্জীব দেববর্মা (২৮) বেকার ছিলো৷

তাই তার পরিবারের এক নিকট আত্মীয় পনেরো হাজার টাকা ব্যবস্থা করে দেয় যাতে সঞ্জীব ব্যাঙ্গালুরে গিয়ে কোন কাজে যোগ দিতে পারে৷ এদিকে সঞ্জীবের কাছে পনেরো হাজার টাকা আছে এই খবর এলাকার কয়েকজন ছেলের কানে পৌঁছে যায়৷ এরপর থেকে সুযোগের অপেক্ষায় ছিলো কীভাবে সঞ্জীবের কাছ থেকে ঐ টাকা ছিনতাই করে আনা যায়৷

শুক্রবার রাতে কয়েকজন যুবক সঞ্জীবকে রাস্তায় আটকায়৷ প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় তারপর হাতাহাতি এরই মধ্যে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সঞ্জীব৷ চিৎকার শুনে এলাকার লোকজন যখন জড়ো হয় তখন দেখা যায় এলাকার এক যুবক মনিয়া জয় ত্রিপুরা (৩৫)কে পালিয়ে যেতে৷

তারপর সঞ্জীবকে প্রথমে ধলাই জেলা হাসপাতালে পরে জিবিতে রেফার করা হয়৷ এদিকে সঞ্জীব দেববর্মার বাড়ির লোক বিষয়টি আমবাসা থানায় জানায় এবং মামলা দায়ের করে৷ তখন পুলিশ রাতেই মনিয়া জয়কে থানায় নিয়ে আসে৷ মামলা নাম্বার ২৫/১১, ধারা প্রয়োগ করা হয় ৩০৪/৩২৫/৩০৭/৩৮০/৩৪ আইপিসি৷

এদিকে আজ রাত আনুমানিক নয়টা নাগাদ জিবিতে মৃত্যু হয় সঞ্জীবের৷ থানা সূত্রে জানা যায় আগামীকাল মনিয়া জয়কে পাঁচদিনের রিমান্ড চেয়ে ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে৷ এই ঘটনায় কাছিমছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?