আটক চুড়েল নাম জানা যায়নি।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কদমতলী এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজ চলছিল।সন্ধ্যা রাতে বাড়িতে ঢুকে একটি জল উত্তোলনের মোটর এবং কিছু রড চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই চোর। তখন ঐ বিষয়টি পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজনকে নজরে আসে। তাকে আটক করে গণধোলাই দেন এলাকাবাসী। খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে।
পুলিশ এসে তাকে উদ্ধার করে সেখান থেকে থানায় নিয়ে যায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।এব্যাপারে পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় এ ধরনের চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।