তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাস্তুচ্যুতদের সংগঠন। শনিবার গোকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা এবং সিপাহী জলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর, সাধারণ সম্পাদক রাখাল দেবনাথ, সম্পাদক দুলাল দেবনাথ, সদস্য বিষ্ণুদাস এবং সদস্যা হাসিনা বেগম সহ অন্যান্যরা।
তাদের বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সময়ে গত কয়েক বছর যাবৎ মহকুমা শাসক থেকে আরম্ভ করে জেলা সমাহর্তা পর্যন্ত দাবি সনদ গুলি তুলে দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন দাবি পূরণ হয়নি। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দফায় দফায় দেখা করার জন্য অনুমতি চাওয়া হলে আজ পর্যন্ত সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, উগ্রপন্থী কার্যকলাপে এডিসি এলাকা থেকে বাস্তুহারা হয়ে পশ্চিম জেলা এবং সিপাহী জলা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতে বহু পরিবার আশ্রিত রয়েছে।
অনেকদিন যাবত অস্থায়ীভাবে বসবাস করে আসছে। বহু আন্দোলন সংগঠিত করা হয়েছে ।কিন্তু বাস্তবে কোনো কিছু হয় নাই। বিজেপি কংগ্রেস তৃণমূল যখন বিরোধী ছিল তখন লম্বা লম্বা ভাষণ প্রদান করে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে যে পরিবার গুলি উগ্রপন্থী কার্যকলাপে বাড়িঘর ছাড়তে হয়েছে সেসব পরিবারগুলিকে আলাদাভাবে পূনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিপিএম সরকার থাকাকালীন ঘর অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারদের ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে আবার কোন ব্যক্তি এক টাকাও পায়নি ।
সেই টাকাগুলো বামফ্রন্টট সরকার কোথায় রেখে গিয়েছে বর্তমান সরকার তার হিসাব দিতে পারিনি। দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও হবে বলে হুমকি দেয় তারা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনটি দাবির প্রতি গুরুত্ব দেয়া হয়। দাবিগুলো হলো উদ্বাস্তুরা যারা বর্তমানে ভিটে হারাা তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে, পাাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।