নায়কদের হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পর্দার প্রেম

অনলাইন ডেস্ক, ২ মে।। বলিউড নায়কদের হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পর্দার প্রেম নতুন কিছু নয়। সালমান খান বরাবরই এ ব্যাপারে সিদ্ধহস্ত।

সাম্প্রতিক সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ বয়সে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে প্রেম করতে দেখা যাবে সালমানকে। তা নিয়ে আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ।

তবে সে সবের ধার ধারেন না ‘ভাইজান’। উল্টো জানিয়ে দিলেন, পর্দায় তাদের দেখে মনে হবে বয়সের কোনো ব্যবধান নেই।

এক ভিডিওতে দিশার ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা। সালমানের কথায়, ‘‘খুব ভালো কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দুজনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে। ”

সালমানের মতে, তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একইভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়। এর আগে ‘ভারত’ সিনেমায় সালমানের বিপরীতে অল্প সময়ের জন্য অভিনয় করেন দিশা।

আর ‘রাধে’তে এলেন পূর্ণাঙ্গ নায়িকা হয়ে। অতীতে এ নায়ক ‘চুম্বনহীন দৃশ্যের’ শর্তে অভিনয় করলেও এ ছবিতে ব্যতিক্রম দেখা গেছে। ইতিমধ্যে ট্রেলারে তেমন দৃশ্য প্রকাশ হতেই হইচই শুরু হয়েছে।

এই প্রথম নয়। অতীতে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট।

ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে প্রেক্ষাগৃহ ও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে ‘রাধে’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?