রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলির কাঁচ একের পর এক ভাঙ্গা হয়। রবিবার সকালে এই দৃশ্য নজরে আসে সকলের। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকা জুড়ে। তাদের বক্তব্য দীর্ঘ দিন যাবৎ গাড়ি রাখলেও এমন ঘটনা আগে ঘটেনি। একই নৈশ কারফিউ , তাঁর উপর গাড়ি ভাঙ্গার ঘটনায় শহরের পুলিশি নিয়ে ক্ষোভ জানান গাড়ির মালিকেরা। এক মালিক জানান রাত প্রায় ১ টা নাগাদ দুটি বাইকে করে পাঁচ জন এসে এই গাড়ির কাঁচ গুলি ভাঙ্গে।
তাঁর বক্তব্য সেই সময় ঘটনা স্থল থেকে কিছুটা দূরে পুলিশ ছিল। অথচ দুস্কৃতীদের পুলিশ আটক করতে পারে নি। রবিবার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ। শুরু করে তদন্ত। তবে এই গাড়ি ভাঙ্গার ঘটনায় মুখ খুলতে নারাজ পুলিশ। জনমনে চাঞ্চল্য ছড়াতে এই ধরনের প্রচেষ্টা বলে স্থানীয়দের অভিমত। নৈশ কারফিউ চলাকালীন সময়ে রাস্তার পাশে থাকা একাধিক গাড়ি কাঁচ ভাঙ্গা নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।