এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় লরি চালক যখন লড়ি নিয়ে মহারাজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তখন ঐ একটি বাইকের সঙ্গে সামান্য থাকা লাগে। তাতেই উত্তেজিত হয়ে লরির চালকসহ স্থানীয় কিছু লোকজন লরি চালককে আটক করে বেধড়ক মারধর করে। তাতে লরি চালক গুরুতর ভাবে আহত হয়।
লরি চালক প্রাণেশের অভিযোগ তার কাছ থেকে নগদ ৫০০০ টাকা মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই করে নিয়ে গেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম পায়নি পুলিশ।প্রকাশ্য দিবালোকে লরি চালককে এভাবে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে।