অনলাইন ডেস্ক, ২ মে।। লা লিগার শিরোপার লড়াইটা এবার জমজমাট। একেবার শেষে এসেও চারটি দল শিরোপার রেসে আছে।
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার চেয়ে অবশ্য আতলেতিকো এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে। তবে এলচের বিপক্ষে পয়েন্ট হারিয়ে প্রায়ই বিপাকে পড়ে যাচ্ছিল দলটি। ভাগ্য যে, গোল পোস্ট বাঁচিয়ে দিল তাদের।
শনিবার মার্কোস লরেন্তের একমাত্র গোলে এলচেকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফিরতে পারত এলচে। সে ক্ষেত্রে মহামূল্যবান দুটি পয়েন্ট হারাত আতলেতিকো। তবে দলটি বেঁচে যায় চাভেস দে লা টরের নেওয়ার স্পট কিক পোস্টে লেগে ফেরায়।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। আসরে আর মাত্র ৪ ম্যাচ বাকি তাদের। এই ম্যাচগুলোতে পয়েন্ট না হারালে চ্যাম্পিয়ন হবে আতলেতিকোই।