অনলাইন ডেস্ক, ২ মে।। করোনার এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। কোথায় বেড পাওয়া যাবে, কোন হাসপাতালে অক্সিজেন সুবিধা পাওয়া যাবেসহ নানা রকম প্রয়োজনীয় তথ্য শেয়ার করছেন তিনি।
এবার করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন সৃজিত। এই কাজে তাকে সাহায্য করছেন তার মা।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন সৃজিত। তার সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমাদের বারুইপুরে কোভিড রোগীদের কাছে খাবার পৌঁছানোর কাজ শুরু হচ্ছে। তাদের জন্য এটি করতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
প্রতিদিন অনেক কল আসছে। কিছু কিছু আকুতি শুনলে মন ভেঙে যায়। কতজন ফোন করে বলেছে ‘বাড়িতে আমরা সবাই কোভিড পজিটিভ, তিনদিন ধরে কিছু খাইনি, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন?’ কোভিড রোগীরা খাবার পেয়ে অনেক খুশি হচ্ছে। ”
এই কাজে সহযোগিতার জন্য তার মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃজিত। তিনি লিখেছেন, ‘আমার মাকে শ্রদ্ধা জানাই। কারণ সকাল থেকে সন্ধ্যা হাসিমুখে এই খাবারগুলো রান্না করছেন।
আশা করছি সবাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর এটিই হবে আমাদের প্রতি তাদের প্রতিদান। ’