জয়ের পথে মমতা, অন্য রাজ্যেও বিজেপি বিরোধীদের জোয়ার

অনলাইন ডেস্ক, ২ মে।। পশ্চিমবঙ্গের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও ভোট গণনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্রাথমিক প্রবণতায় জয়ের পথে মমতা। পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলছে তৃণমূল।

অন্য যে রাজ্যগুলোতে নির্বাচন হয়েছে, সেখানেও বিজেপি বিরোধিতার হাওয়া স্পষ্ট। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  তবে, প্রাথমিক ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে এডিএমকে-বিজেপি জোটও লড়াইয়ে রয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ৭৫ এবং এডিএমকে জোট ৬৪টিতে এগিয়ে।

আসমের ১২৬টি আসনের মধ্যে বিজেপি-র নেতৃত্বাধীন শাসক জোট এগিয়ে ৪৮টিতে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৭টিতে। তাৎপর্যপূর্ণ ভাবে উজান অসমের ৩টি আসনে এগিয়ে রয়েছে ছাত্র সংগঠন ‘আসু’র নেতাদের তৈরি নয়া দল ‘অসম জাতীয় পরিষদ’।

কেরালের ১৪০টি আসনের মধ্যে বামজোট ৮০, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৫৫ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। তবে পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোটের তুলনায় এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট বেশ কিছুটা এগিয়ে।

তবে, সকল জল্পনার অবসান ঘটিয়ে বিকালের দিকে নির্বাচনের ফলাফল মোটামুটিভাবে স্পষ্টভাবে পাওয়া যাবে বলে গণনার সঙ্গে জড়িত সূত্রগুলো জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?