পরিষেবার গাফিলতি এবং ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু্র অভিযোগ উঠেছে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে গতকাল রাত থেকেই পরিষেবা দিচ্ছিল না দায়িত্বপ্রাপ্ত র্নাস ও স্বাস্থ্যকর্মীরা। ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শনিবার সকালে রোগীকে সোনোগ্রাফি করানোর জন্য বলা হয়। ব্যবস্থাপত্র নিয়ে ক্যাশ কাউন্টারের টাকা জমা দিয়ে সোনোগ্রাফি করাতে গেলে সেখানে দীর্ঘক্ষণ বিলম্ব করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নাকি তাকে সময়মতো সোনোগ্রাফি করেননি।
যারা পড়ে এসেছে তারা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ঘনিষ্ট হওয়ায় তাকে আগে সুযোগ দেওয়া হয়েছে। জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে প্রকাশ্যে প্রকাশ করেছে রোগীর পরিবার এর লোকজনরা। রোগী মৃত্যুর জন্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মীদের দায়ী করেছে তারা। রোগীর মৃত্যুর পর হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালায় রোগীর আত্মীয় পরিজনরা।পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।