সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় ভালো হলেও কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেছে আগরতলা পুর নিগম, রাজ্যের পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের এলাকাগুলিতেই সংক্রমণের ঘটনা বেশি৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ৪ মে থেকে সরকারি অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গেজেটেড অফিসারদের প্রত্যেককেই অফিসে উপস্থিত থাকতে হবে।
অন্যান্য কর্মচারীদের ৫০ শতাংশ অফিসে উপস্থিত থাকবেন। তবে জরুরি প্রয়োজনে কর্মচারীদের অফিসে আসতে হবে।শিক্ষামন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকার সমস্ত দোকান এবং সরকারি অফিসে করোনা পরীক্ষা শুরু করবে সরকার। রাজ্য টাস্ক ফোর্সের চেয়ারম্যান মুখ্যসচিব আগামীকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সবাল প্রমুখ।