সকালবেলা স্থানীয় লোকজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সঞ্জীবকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন।খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
এ ব্যাপারে আমবাসা থানায় পরিবারের তরফ থেকে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য মেলেনি। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার কোন ক্লো খুঁজে পায়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।