অনলাইন ডেস্ক, ১ মে।। ভারতে ভয়াবহ রূপ ধারণ করা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস।
শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটের একটা লিংক নিজের অফিশিয়াল টুইটার পেজে শেয়ার করে জরুরি ভিত্তিতে ভারতকে করোনা মহামারি থেকে বাঁচাতে লোকজনকে দানের আহ্বান জানান স্প্যানিশ তারকা।
ক্যাপশনে তিনি লেখেন, ‘মৃত্যু ও সংক্রমণ ক্রমাগত বাড়ছে ভারতে। ইউনিসেফ আশঙ্কা করছে, বিশ্বের ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর হার নিয়ে ভারত এমন একটি দেশে পরিণত হবে। তাদের জরুরিভাবে আমাদের সহায়তা প্রয়োজনে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। শুক্রবার করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে ভারতের। এদিন দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে মারা যায় ৩ হাজার ৫০১ জন।