স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মে।। রাজ্যে করোনার গ্রাফ ক্রমশ উর্ধমুখী। এই অবস্থায় উদ্বেগ জনক পরিস্থিতিতে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ২০২১ সালের ১৮ মে থেকে উচ্চমাধ্যমিক ও ১৯ মে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তাঁর জন্য যাবতীয় প্রস্তুতিও ন্যায় মধ্যশিক্ষা পর্ষদ।
কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে শনিবার সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা ভবতোষ সাহা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। এদিন পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি হলে পর্যালোচনা করে দুই সপ্তাহের নোটিশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে।
গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। মে মাস এই নজর রাখা হবে। তবে ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান জানানো হয় সমস্ত ধরনের প্রস্তুতি যাতে তাঁরা নিতে থাকে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা ভবতোষ সাহা।
তবে অন লাইনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ সম্ভবকর নয় বলে স্পষ্ট জানিয়েদেন তিনি। এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৪৫০ জন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী রয়েছে ২৭ হাজার ২১০ জন।