অনলাইন ডেস্ক, ১ মে।। পায়ের পেশিতে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যার কারণে শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেন্সের বিপক্ষে ম্যাচটিতে দর্শক হয়ে থাকতে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ডকে।
এমনকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ফিরতি লেগও অনিশ্চিত এমবাপ্পের। তবে পার্ক দে প্রিন্সেসের কোচ মাউরিসিও পচেত্তিনোর আশা, দ্রুত ফিরবেন ২২ বছর বয়সী তারকা।
লেন্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান একটু অস্বচ্ছন্দ্য বোধ করছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের আশা, সে দ্রুত ফিরবে। ’
আগামী বুধবার ফিরতি লেগে পিএসজিকে ঘরের মাঠ ইতিহাদে আতিথেয়তা দেবে সিটি। প্রথম লেগে ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে সিটিজেনদের কাছে হারে নেইমার-এমবাপ্পেরা।
চলতি মৌসুমের লিগ ওয়ানের শিরোপা ধরে রাখাও অনিশ্চিত পিএসজির। শীর্ষে থাকা লিলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ফরাসি জায়ান্টরা। লিগে তাদের আর ম্যাচ বাকি আছে চারটি।