আমাজন রাজকন্যার পোশাক পরার জন্য খানিকটা সময় নিচ্ছেন গল গাডট

অনলাইন ডেস্ক, ১ মে।। গল গাডটের সর্বশেষ ছবি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। করোনাকালীন বাণিজ্যিক বিচারের বেশ সফলই। সে ধারাবাহিকতায় হাতে আছে সুপারহিরো সিরিজটির পরের ছবি।

এবার জানা গেল, আমাজন রাজকন্যার পোশাক পরার জন্য খানিকটা সময় নিচ্ছেন গল গাডট।
সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন সিনেমা ‘মিট মি ইন অ্যানাদার লাইফ’-এর সঙ্গে।

স্ল্যাশ ফিল্ম জানায়, ক্যাটরিওনা সিলভির লেখা একই নামের উপন্যাস থেকে তৈরি হচ্ছে এ ছবি। এর গল্প বিকল্প এক বাস্তবতায় দুই নর-নারীর সাক্ষাৎ নিয়ে।

নিজের প্রতিষ্ঠান পাইলট ওয়েভের ব্যানারে ছবিটির প্রযোজনার দায়িত্বেও থাকছেন এ নায়িকা।

মাত্র কয়েক দিন আগেই ‘মিট মি ইন অ্যানাদার লাইফ’ প্রকাশ হয়েছে। পাঠকদের কাছে পুরোপুরি পৌঁছানোর আগেই সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গল গাডট জানান, ঔপন্যাসিক ক্যাটরিওনা চমৎকারভাবে চরিত্রগুলো তুলে ধরেছেন। ওঠে এসেছে তাদের জটিলতার গভীর দিক। চরিত্রের আত্ম-আবিষ্কারের দিকগুলো একদম নিখুঁত।

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছাড়াও সম্প্রতি এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়া ‘জাস্টিস লিগ’-এর জ্যাক স্নাইডার সংস্করণে দেখা গেছে গল গাডটকে। এ ছাড়া রহস্যধর্মী ‘ডেথ অন দ্য নাইল’-এর ট্রেলারে হাজির হয়েছেন গত মাসে। মুক্তির অপেক্ষায় আরও আছে নেটফ্লিক্সের ‘রেড নোটিশ’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?