লেবাননে দূষণে মরে গেল ৪০ টন মাছ!

অনলাইন ডেস্ক, ১ মে।। ব্যাপক দূষণের কারণে লেবাননের লিতানি নদীর কারাউন হ্রদে ৪৯ টন মাছ মরে ভেসে উঠেছে। অতিরিক্ত মাত্রায় পানিদূষণের কারণেই এমন বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মৃত মাছগুলো হ্রদের পাড়ে এসে জমা হচ্ছে। এখন এসব মাছের দুর্গন্ধে হ্রদের পাড়ের গ্রামে থাকাই কষ্টসাধ্য হয়েছে গ্রামবাসীর।

স্থানীয় স্বেচ্ছাসেবীরা হ্রদ থেকে পচা মাছ সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে বিশাল পরিমান মাছের তুলনায় স্বেচ্ছাসেবীর সংখ্যা কম হওয়া বিষটি তাদের জন্য দুরুহ হয়ে পরেছে।

স্থানীয় পরিবেশকর্মী আহমদ আসকার বলেন, ‘হ্রদে কয়েক দিন ধরেই মাছগুলো পানির উপরে উঠে খাবি খাচ্ছিল। অস্বাভাবিক আচরণ করছিল। অবশেষে মাছগুলো মারা যেতে শুরু করে। এটা কোনভাবেই গ্রহণযোগ নয়।’

লেবাননের এই হ্রদকে বহু বছর ধরেই যথেচ্ছাভাবে দূষণ করা হচ্ছিল। এখানে বিপুল পরিমান বর্জ্য ফেলা হয় এবং স্যুয়ারেজের ময়লাও এসে মিশে এর পানিতে। তারই প্রতিক্রিয়ার মাছের বসবাসের অনুপোযোগী হয়ে পরে হ্রদটি।

বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ দূষণের কারণে মাছগুলো পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। একই কারণে ২০১৮ সালে একবার এখানে মাছ ধরা নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ।

বর্তমানে মৃত মাছের ভাগাড়ে মাছির ঢল নেমেছে। এ থেকে রোগ বালাই ছড়ানোর আশংকায় দ্রতু হ্রদ থেকে মরা মাছ অপসারণের দাবি জানিয়েছে স্থানীয় গ্রামবাসী ও জেলেরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?