স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ এপ্রিল।। গোমতী জেলার মাতাবাড়ি ব্লক এলাকার বেশ কয়েকটি গাও সভায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পানীয় জলের অভাবের তৃষ্ণায় ছাতি ফেটে যাবার উপক্রম হচ্ছে এলাকার মানুষজনের।
উদয়পুর মহাকুমার অন্তর্গত মাতারবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। মাতাবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামে জলের উৎস গুলি শুকিয়ে গিয়েছে। গ্রামগুলিতে যে রিংওয়েল রয়েছে সে গুলির জলও পানের অযোগ্য হয়ে পড়েছে।তাছাড়া এই ব্লকের প্রায় প্রতিটি পঞ্চায়েতে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে।
গ্রাম গুলিতে গাড়ি দিয়ে জল সরবরাহ করার ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। মাতাবাড়ি ব্লকের অন্তর্গত পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ছাত্রাইফাং এলাকায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বহুবার পঞ্চায়েতকে পানীয় জলের সংকটের কথা জানানোও হলেও পঞ্চায়েত নামেমাএ পাম্প মেশিন ঠিক করে দিলেও কয়েকদিন পর পর আবার মেশিন নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছেএলাকার কিছুলোক মোটর চালিয়ে নিয়মিত ভাবে জল চুরি করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ফলে অন্যরা জল নিতে পারছে না। পঞ্চায়েতও সঠিক কোন সিদ্ধান্ত নিতে পারছে না। এলাকর মহিলা পুরুষ সকাল বিকাল বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করছে।এদিকে রিংওয়েলের জলও শুকিয়ে গেছে।
এই ব্লক এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অকেজো রিংওয়েল গুলি মেরামত করার পাশাপাশি এলাকায় পানিয় জলের নিয়মিত সরবরাহ করার দাবি জানিয়েছে এলাকাবাসি। অবিলম্বে এলাকাগুলিতে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।