মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলস্টোন গড়েছেন এই অস্ট্রেলিয়ান।আইপিএলে তার দল সে ভাবে সাফল্য পাচ্ছে না ঠিকই। তবে ওয়ার্নারের লড়াইয়ের কোনো খামতি নেই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও অবশ্য তার দল জিততে পারেনি। ১৭১ রান করেও হেরেছে ৭ উইকেটে।
ওয়ার্নার এদিন ৫৫ বলে ৫৭ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। তাতে আইপিএলে ২০০টি ছয় মারার রেকর্ডও হয়েছে তার। ওয়ার্নারের আগে ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শোয়েব মালিক টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন। সেই তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে যোগ হল ওয়ার্নারের নাম।
তবে এত রেকর্ডের মাঝে একটি লজ্জার রেকর্ডও হয়েছে। এ দিন নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল (৫০ বল) খেলে অর্ধশত রান করেন হায়দরাবাদের অধিনায়ক। এর আগে কখনো অর্ধশতরান করতে এত বল লাগেনি ডেভিড ওয়ার্নারের।