টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ১০ হাজার, সঙ্গে আইপিএলে ফিফটির ফিফটি

অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধশতক অর্থাৎ ফিফটির কীর্তি গড়লেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলার পথে গড়েন আরো এক কীর্তি।

মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলস্টোন গড়েছেন এই অস্ট্রেলিয়ান।আইপিএলে তার দল সে ভাবে সাফল্য পাচ্ছে না ঠিকই। তবে ওয়ার্নারের লড়াইয়ের কোনো খামতি নেই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও অবশ্য তার দল জিততে পারেনি। ১৭১ রান করেও হেরেছে ৭ উইকেটে।

ওয়ার্নার এদিন ৫৫ বলে ৫৭ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। তাতে আইপিএলে ২০০টি ছয় মারার রেকর্ডও হয়েছে তার। ওয়ার্নারের আগে ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শোয়েব মালিক টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন। সেই তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে যোগ হল ওয়ার্নারের নাম।

তবে এত রেকর্ডের মাঝে একটি লজ্জার রেকর্ডও হয়েছে। এ দিন নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল (৫০ বল) খেলে অর্ধশত রান করেন হায়দরাবাদের অধিনায়ক। এর আগে কখনো অর্ধশতরান করতে এত বল লাগেনি ডেভিড ওয়ার্নারের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?