শিশু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় ধর্মনগর জেলা হাসপাতাল চত্বর

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৯ এপ্রিল।। অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু বিক্রির ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু বিক্রির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকালে শিশু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় ধর্মনগর জেলা হাসপাতাল চত্বর। অভিযোগ বৃহস্পতিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে এক সদ্যজাত শিশুকে বিক্রি করা হচ্ছিল ।

তৎক্ষণাৎ চাইল্ড লাইনের কাছে খবর গেলে ধর্মনগর জেলা হাসপাতালে পৌছায় চাইল্ড লাইনের সদস্যরা। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসে। চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তা এবং একাধিক কর্মকর্তা চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যান। ।

উত্তর জেলার চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান উদয় শঙ্কর দেবনাথ জানিয়েছে দীর্ঘদিন যাবৎ ধর্মনগর জেলা হাসপাতাল থেকে একটি চক্র অবৈধ পথে সদ্যেজাত শিশু বিক্রি হচ্ছিল বলে তার কাছে খবর আসে । অবশেষে বৃহস্পতিবার সকালে তা হাতেনাতে প্রমাণ মিলেছে।যদিও সদ্যোজাত শিশু বিক্রির বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন সদ্যজাতের মা।

উনার কথামতো বিগত ছয় মাসের ওপর সময় ধরে সদ্যজাতের পিতার কোন খবর নেই। সদ্যেজাত কন্যা সন্তানটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। এরইমধ্যে পূর্বেও উনার তিনটি সন্তান রয়েছে ।তাদের নিয়েও সংসার প্রতিপালন করা উনার পক্ষে বর্তমানে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এরইমধ্যে বাড়ির কর্তার সাথে কোন যোগাযোগ না থাকায় উনি নিরুপায় হয়ে স্বেচ্ছায় কুমারঘাটের এক নিঃসন্তান দম্পতির নিকট শিশুটির প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন। এদিকে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহ-অধিকর্তা জন ক্যালভিন দেববর্মা বলেন এ ধরনের কার্যকলাপ আইনবিরোধী। সদ্যোজাত শিশু বিক্রির বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?