স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৩০ এপ্রিল।। কাঞ্চনপুরে এক ব্যক্তির কাছ থেকে এটিএম কার্ড ছিনতাই করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল ছিনতাইবাজরা। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। দশদা কনপুই এলাকার বাসিন্দা হামসারায় রিয়াং গত মঙ্গলবার কাঞ্চনপুরে এটিএম কাউন্টারের টাকা তুলতে গিয়েছিলেন।
এস বি আই কাঞ্চনপুর শাখার এটিএম থেকে টাকা তুলতে গেলে অপরিচিত দুই যুবক তার কাছ থেকে এটিএম কার্ডে ছিনিয়ে নিয়ে যায়। হামসা রায় বাবুর হাত থেকে এটিএম কার্ডটি ছিনিয়ে নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কাঞ্চনপুর এটিএম কাউন্টার হইতে ৪০ হাজার টাকা তুলে নিয়ে যায়। টাকা তুলে ওই দুই ব্যক্তি পালিয়ে যায় । হামসারায় বাবু কাঞ্চনপুর স্টেট ব্যাংক শাখায় গিয়ে বিষয়টি জানান ।
তৎক্ষনাত তার একাউন্টটি ব্লক করে দেওয়া হয় । হামসারায় রিয়াং কাঞ্চনপুর থানায় এসে একটি জিডি এন্ট্রি করেন । কাঞ্চনপুর থানার সাব-ইন্সপেক্টর নর পুইতা হলাম ও কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় ঘটনার তদন্ত শুরু করেন।
এ ব্যাপারে কাঞ্চনপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করে।তার নাম আম্বার আলী। বাড়ি কদমতলা এলাকায় । আরেক জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি । আটক আম্বর আলীকে কাঞ্চনপুর মহকুমা আদালতে তোলা হয় । তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় তাকে।
পুলিশ রিমান্ডে নেয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এটিএম কার্ড ছিনতাই করে টাকা তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ত্রিপুরা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।