স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ এপ্রিল।। রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমে মুখের হাসি ফিরে এল সাগ্নিকা সাহার । বিশালগড়ের বাসিন্দা বিশ্বজিৎ সাহার কন্যা সাগ্নিকা সাহাকে (৪ বৎসর ৬ মাস) নেতাজিনগর কনভার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসলে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের চিকিৎসক দল পরীক্ষার পর বুঝতে পারে যে শিশু কন্যাটির শ্রবণশক্তি নেই।
শিশুটির ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির ব্যবস্থা করা হয়। সফল অস্ত্রোপচারের পর শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং সে এখন স্বাভাবিক শিশুর মত কানে শুনতে পাচ্ছে। দুবছর স্পিচ থেরাপির পর শিশুটি কথাও বলতে পারবে বলে আশা করা যাচ্ছে।
সাগ্নিকার অভিভাবকরা সরকারের এই ব্যবস্থাপনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সারা রাজ্যে রাষ্ট্রীয় বাল (শিশু) সুরক্ষা কার্যক্রমের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার মাধ্যমে এই কর্মসূচিতে শিশুদের জন্মগত রোগ, বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার যারা তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
জন্ম থেকে ১৮ বছর পর্যন্ত শিশুরা এই সুবিধা পায়। ২০২০-২১ অর্থ বছরে আরবিএসকে রাজ্যে মোট ৫২জন শ্রবণশক্তির ত্রুটিযুক্ত ছেলেমেয়ের চিকিৎসার ব্যবস্থা করেছে। এর মধ্যে চার জনের ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে, ৪৮ জনকে বিনামূল্যে শ্রবণশক্তিতে সহায়তাকারী ডিভাইস দেওয়া হয়েছে।
ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিতে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় হয়৷ কিন্তু রাজ্যে আরবিএসকে বিনামূল্যে এই অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।