স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্রমবর্ধমান সংক্রমণের ঘটনা ও আবাসিকদের নিরাপত্তার জন্য রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের আগরতলার কৃষ্ণনগরের ভগিনী নিবেদিতা ছাত্রীনিবাস সহ দপ্তরের অধীনস্ত সমস্ত আবাসিকগুলি ১ মে, ২০২১থেকে বন্ধ থাকবে।
তপশিলী জাতি কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে পুনরায় আদেশ জারি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যতদিন পর্যন্ত আবাসিক/ বোর্ডিং হাউস এবং কোর সাবজেক্টে বিশেষ কোচিং ক্লাস বন্ধ থাকবে তত দিনের জন্য কোন অর্থ প্রদান করা হবে না।
আবাসিকগুলি বন্ধ থাকাকালীন অবস্থায় যাতে নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা আবাসিকগুলির তত্ত্বাবধায়কগণ দেখাশোনা করবেন।