গতবছর করোণা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সচেতন নাগরিকরা দারুন ভূমিকা পালন করেছিলেন। এ বছরও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলির জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই সংকটজনক পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর জন্য এগিয়ে এসেছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট নগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় পথ নাটকের মধ্য দিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। বাধারঘাট নগর শাখার সম্পাদক সরোজ ঘোষ জানান করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রত্যেককে আরও সচেতন হতে হবে।
প্রত্যেককে মাক্স পরিধান করতে হবে ,সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। স্বচ্ছতার উপর সকলকেই নজর দিতে হবে।সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।