স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩০ এপ্রিল।। দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর সংলগ্ন এলাকায় শনিবার সকাল থেকেই আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে জবুথবু এলাকার মানুষজন।সাব্রুম শহরের প্রাণকেন্দ্রে বাঘের আনা-গোনায় শহরবাসীরা আতঙ্কিত ।
শনিবার সকাল ৯ টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের আনন্দ পাড়া নজরুল পার্কের পেছনে সাব্রুম মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারত সীমান্তে এলাকায় স্থানীয় লোকজনরা বাঘের মত জন্তু দেখতে পান।
স্থানীয়রা নদীর পাড়ে গরু-ছাগল চড়াতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘের মতো পশু দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আতঙ্কে তারা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে আসেন ।
মুহুর্তের মধ্যে এই খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই এলাকার লোকজনরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন । এই খবর শুনতে পেয়ে সাব্রুম সীমান্তের ৩১ নং বিওপির সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ছুটে আসেন । খবর দেওয়া হয় বনদপ্তরকে ।
খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সাতচাাদ রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও খুঁজে পাওয়া যায়নি ভয়ঙ্কর কোন জন্তুর। অন্যদিকে ফেনী নদীর ওপারে বাংলাদেশের আশপাশের লোকজনরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।