সাব্রুমে সীমান্ত এলাকায় বাঘের মত জন্তু দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩০ এপ্রিল।। দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর সংলগ্ন এলাকায় শনিবার সকাল থেকেই আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে জবুথবু এলাকার মানুষজন।সাব্রুম শহরের প্রাণকেন্দ্রে বাঘের আনা-গোনায় শহরবাসীরা আতঙ্কিত ।

শনিবার সকাল ৯ টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের আনন্দ পাড়া নজরুল পার্কের পেছনে সাব্রুম মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারত সীমান্তে এলাকায় স্থানীয় লোকজনরা বাঘের মত জন্তু দেখতে পান।

স্থানীয়রা নদীর পাড়ে গরু-ছাগল চড়াতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘের মতো পশু দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আতঙ্কে তারা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে আসেন ।

মুহুর্তের মধ্যে এই খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই এলাকার লোকজনরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন । এই খবর শুনতে পেয়ে সাব্রুম সীমান্তের ৩১ নং বিওপির সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ছুটে আসেন । খবর দেওয়া হয় বনদপ্তরকে ।

খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সাতচাাদ রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও খুঁজে পাওয়া যায়নি ভয়ঙ্কর কোন জন্তুর। অন্যদিকে ফেনী নদীর ওপারে বাংলাদেশের আশপাশের লোকজনরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?