স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। ৩ মে থেকে ২৫ মে পর্যন্ত শিক্ষা দপ্তর গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে। শিক্ষক- শিক্ষিকাদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দপ্তরের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।
তিনি জানান এই বছর গ্রীষ্মের ছুটি দেওয়া হবে না বলে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে স্কুল বন্ধ। ফলে শিক্ষক শিক্ষিকাদের কথা চিন্তা করে ৩ মে থেকে ২৫ মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান করোনা প্রকোপের জন্য যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেইগুলি বাতিল করা হয় নি এখনো পর্যন্ত। পরবর্তী সময় এই পরীক্ষা গুলির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।