অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। সহিংস আক্রমণের মাধ্যমে গায়িকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ।
গত ফেব্রুয়ারিতে ডক ওয়াকার রায়ান ফিশারকে গুলি করে কোজি ও গুস্তাভ নামের কুকুর দুটি নিয়ে যাওয়া হয়।
গুলিবিদ্ধ ফিশারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তার ফুসফুসের কিছু অংশ বাদ দিতে হয়। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় তিন সন্দেহভাজন ও দুই সহযোগীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় জেমস জ্যাকসন, জাইলিন হোয়াইট ও লাফায়েট হোয়ালের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১৮, ১৯ ও ২৭ বছর।
এ ছাড়া জাইলিনের বাবা ৪০ বছর বয়সী হারল্ড হোয়াইট ও ৫০ বছরের জেনিফার ম্যাকব্রাইডের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
কুকুর অপহরেণর পর লেডি গাগা ৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করলে দুইদিন পর ম্যাকব্রাইড কুকুর দুটি পুলিশের কাছে ফেরত দিয়ে যায়। পুলিশ এক বিবৃতিতে জানায়, হারল্ড হোয়াইট ও ম্যাকব্রাইডের মধ্যে সম্পর্ক রয়েছে।
আরও বলা হচ্ছে, লেডি গাগার জন্য কাজ করছেন ফিশার— আক্রমণকারীরা বিষয়টি জানতো না। বরং ভালো জাতের কুকুর হওয়ায় ডাকাতির ফন্দি করে তারা।
হলিউডের আবাসিক এলাকার রাস্তায় রাতের বেলায় কুকুর দুটি নিয়ে হাঁটছিলেন ফিশার। তখন আক্রমণ করে ওই তিনজন। সেমি-অটোমেটিক হ্যান্ডগান দিয়ে বুকে গুলি করে তারা কুকুর ছিনিয়ে নেয়।