অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। করোনায় প্রয়াত হলেন বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সারদানা। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়েছে তাঁর। ‘আজ তক’ নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন তিনি। জি নিউজের মুখ্য সম্পাদক সুধীর চৌধুরী একটি ট্যুইট বার্তায় এই খবর জানিয়েছেন।
সুধীর চৌধুরী জানিয়েছেন, “তিনি কখনও চিন্তা করেননি এই মারণ ভাইরাসটি তার এত কাছের কাউকে কেড়ে নেবে। তিনি আরও জানিয়েছেন, এরজন্য তিনি প্রস্তুত ছিলেন না।”
রোহিত সারদানা ২০১৭ সালে জি নিউজ ছেড়ে আজ তক নিউজ চ্যানেলে যোগ দেন। তারপর থেকেই তিনি এই চ্যানেলের জনপ্রিয় ডিবেট শো ‘দঙ্গল’ পরিচালনা করতেন।
২০১৮ সালে রোহিত সারদানা তার কাজের জন্য বিদ্যার্থী পুরষ্কার পান। রোহিত সারদানার এই অকাল প্রয়াণে মিডিয়া জগতে নেমে এসেছে শোকের ছায়া।