জেলা শাসক ইস্যুতে বিধায়ক আশিষ দাসের বিস্ফোরক মন্তব্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। বিয়ে বাড়িতে রাতে আইন কার্যকর করার নামে তাণ্ডব চালানোর ঘটনায় পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে এখনো পর্যন্ত বরখাস্ত না করায় বিভিন্ন মহলে ক্ষোভ ক্রমশ বাড়ছে।পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর সতীশ কুমার যাদবকে বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনেও রাজধানী আগরতলা শহরের সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা সংগঠিত করেন বিধায়ক আশিস দাস।

দ্বিতীয় দিনে ধরনায় বসে আশিশ দাস বলেন যতদিন পর্যন্ত পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করা হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। তিনি এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগ্রে দেন। তিনি বলেন জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে। যদি তা না হয়ে থাকে তাহলে কেন জেলাশাসককে বরখাস্ত করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন বিধায়ক আশিস দাস।

তিনি আরো বলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সম দোষে দোষী। বিধায়ক বলেন বিষয়টি এখন আর রাজ্যস্তরে নেই, বিষয়টি জাতীয় স্তরের ইস্যু হয়ে উঠেছে। তিনি বলেন চণ্ডীগড়ের বিজেপির প্রদেশ প্রবক্তা গৌরব গোয়েল মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে দরখাস্ত করার কথা বলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

বিয়ে বাড়িতে জেলাশাসক যেভাবে তাণ্ডব চালিয়েছে তার মাধ্যমে হিন্দু সমাজের সামাজিক ধর্মীয় রীতিনীতি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন বলেও তিনি অভিযোগ করেন। শাসকদলের সংস্কারপন্থী বিধায়ক আশিস দাসের ধর্না আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?