অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। হারলেও অ্যাওয়ে গোলের সুবাদে ইউরোপা লিগের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আর্সেনাল। শেষ চারের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল নিজেদের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে গানারদের বিপক্ষে।
মাইকেল আর্তেতার দল ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ৭৩তম মিনিটে পাওয়া পেপের পেনাল্টি গোলে। তার আগে অবশ্য ২-০ গোলে পিছিয়ে ছিল তারা।
শুরুতে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৫ম মিনিটে মুনোজের গোলের পর ২৯তম মিনিটে দলের ব্যবধান বাড়ান আলবিওল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনাল লড়াই করে ১০জন নিয়ে। ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কাবেয়োস।
ভিয়ারিয়ালও খেলেছে ১০জন নিয়ে। তবে তা শেষ মুহূর্তের দিকে। ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিয়ারিয়ালের কাপো।
ইউরোপা লিগের গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে যেতে হলে ঘরের মাঠ এমিরেটসে ফিরতি লেগে ১-০ গোলে জিততে হবে আর্সেনালকে।