স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। শুক্রবার তৃতীয় দিনও রাজধানীর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ধরণা সংগঠিত করেন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস। রাজধানী আগরতলা শহরের বিয়েবাড়িতে তাণ্ডব চালানোর ঘটনায় পশ্চিম জেলার জেলাশাসককে এখনো পর্যন্ত বরখাস্ত না করায় ক্ষোভের আগুন ক্রমশ বাড়ছে।
শাসকদলের সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ ধরনা সংগঠিত করে পশ্চিম জেলার জেলা হসক শৈলেশ কুমার যাদবকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন।
জেলাশাসককে বহিস্কার না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস। তিনি বলেন অত্যাচারী শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের মানুষের কৃষ্টি-সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
বিধায়ক আশিস দাস বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহু বছর রাজ্যে ছিলেন না। রাজ্যের ঐতিহ্য তিনি ভুলে গেছেন। রাজ্যের ঐতিহ্য যারা নষ্ট করছে তাদের প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করে কি প্রমাণ করতে চাইছেন সেটাই জানতে চান তিনি।
স্বৈরাচারী জেলাশাসককে বরখাস্ত না করে রাজ্যে স্বৈরাচারী ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে যতদিন পর্যন্ত বরখাস্ত না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস।