স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। আজ ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে ৫ জনের এক প্রতিনিধি দল দেখা করে জিবি হাসপাতালের এমএস -র সাথে ।
সাক্ষাৎকালে এনএসইউআই সভাপতি রাকেশ দাস বলেন, জিবি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের আত্মীয়-স্বজনরা কোভিড সেন্টার থেকে বেরিয়ে জিবি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে তারা খাবার কিনছেন, ঔষধ কিনছেন তাতে আমরা মনে করি তারা যেহেতু করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আছেন সেখানে তারা প্রকাশ্যে বেরিয়ে ঘোরাঘুরি করলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে।
সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে লক্ষ্য রাখেন এবং তার পাশাপাশি এটাও আমরা দাবি করি প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীদের আপডেট যাতে তাদের আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয় ও রোগীদের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
প্রত্যেকটা দাবী যুক্তিসঙ্গত বলেন এমএস। রাকেশ দাস ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিল সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম,অমন মিয়া, রাজীব দাস ও জেলা সভাপতি টুটন দে।