পৃথ্বির ব্যাটে কলকাতাকে হেসে খেলে হারাল দিল্লি

অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। মাত্র ১৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। যা তাড়া করতে নেমে শিভম মাভির প্রথম ওভারেই ৬টি চার হাঁকালেন পৃথ্বিশ।

তাতেই যেন ম্যাচটা মুঠোতে চলে গেলে দিল্লি ক্যাপিটালসের। এরপর আর একবারও মনে হয়নি এ ম্যাচে হারতে পারে দলটি। পৃথ্বির আগ্রাসী ব্যাটিংয়ে শিখর ধাওয়ানের যোগ্য সমর্থন থাকল। সুবাদে দাপুটে জয় পেল দিল্লি।

বৃহস্পতিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে দিল্লি। টস হেরে প্রথম ব্যাট করা কলকাতা ৬ উইকেটে ১৫৪ রানের পুঁজি গড়ে। যা ১৬.৩ ওভারেই টপকে যায় দিল্লি।

এই জয়ের সুবাদে টেবিলের দুইয়ে উঠে এসেছে দিল্লি। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে মাত্র ২ জয়ে কলকাতার পয়েন্ট ৪। এনিয়ে পঞ্চম হারের স্বাদ পাওয়া দিল্লি এদিনও মাঠে নেমেছিল সাকিব আল হাসানকে বাইরে রেখে।

লক্ষ্য তাড়া করতে নেমে পৃথ্বি ও ধাওয়ান মিলে উদ্বোধনী ‍জুটিতে তোলেন ১৩২ রান। ধাওয়ান ৪৬ বলে ৪৭ রান করেন। ১৬তম ওভারে পৃথ্বি যখন ফেরেন, দিল্লি তখন জয় থেকে মাত্র ৫ রান দূরে। ৪১ রানে ১১ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন এই ডানহাতি।

এর আগে কলকাতা প্রথম ৬ ওভারে তুলতে পারে মাত্র ৪৫ রান। ১০ম ওভারের এক পর্যায়ে দলটির রান ছিল ১ উইকেটে ৬৯। ১১তম ওভার শেষে সেই দলটিই ৪ উইকেটে ৭৫ রানে পরিণত। আন্দ্রে রাসেলের শেষের ঝড়ে কোনো মতে দেড় শ পেরোয় তারা।

রাসেল ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন। শুভমান গিল ৩৮ বলে ৪৩ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। দিল্লি পক্ষে ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও ললিত যাদব। ম্যাচসেরা হয়েছেন পৃথ্বিশ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?