পরবর্তী সময় করোনার প্রকোপ হ্রাস পেলে সবজি বাজার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু সম্প্রতি আগরতলা পুর নিগম এলাকায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেরেছে। এই পরিস্থিতিতে বাজারে ভিড় নিয়ন্ত্রন করার জন্য প্রশাসন থেকে বাজার কমিটি গুলির সাথে আলোচনা করা হয়। আলোচনাক্রমে ফের একবার স্বামী বিবেকানন্দ ময়দানে স্থানান্তর করা হয়েছে লেইক চৌমুহনী বাজারের সবজি বাজারকে।
বুধবার থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে দোকান নিয়ে বসে সবজি ব্যবসায়ীরা। ক্রেতারা জানান করোনার প্রকোপ বাড়ায় এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এই সিদ্ধান্তকে স্বাগত জানান ক্রেতারা। সচেতন না হলে সমূহ বিপদ। তাই সচেতন হতে হবে সকলকে। সব্জি ব্যবসায়ীরা জানায় স্বামী বিবেকানন্দ ময়দানে দোকান করতে তাদের কিছুটা সমস্যা হবে। রোদের জন্য তাদের মূল সমস্যা। কিন্তু কিছু করার নেই।
আগে জীবন বাচাতে হবে। তাই তারা স্বামী বিবেকানন্দ ময়দানে দোকান নিয়ে আসেছে। এদিকে বাজারে সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা তা দেখার জন্য প্রশাসন থেকে ভলেন্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সর্বদা নজর রাখছেন। একই সঙ্গে বিনা মাস্কে যারা আসছেন তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এক ভলেন্টিয়ার জানান বাজারে মানুষ এখন অনেক সচেতন হয়ে আসছে। প্রত্যেকেই মাস্ক পরিধান করছে। কোন ধরনের সমস্যা হচ্ছে না।