স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ এপ্রিল।। অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার প্রগতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব প্রদীপ বনিক ও অরবিন্দ শর্মা।
এইদিনের শিবিরে সংগঠনের সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মন্ত্রী রতন লাল নাথ জানান রক্তদান একটা মহৎ দান। সমগ্র পৃথিবীতে বছরে ৩ কোটি ২০ লক্ষ লোক রক্তদান করে। কিন্তু তা যথেষ্ট নয়। রাজ্যে প্রায় ৪০ লক্ষ মানুষ রয়েছে। তার মধ্যে এক শতাংশ লোকের রক্তদান প্রয়োজন।
কিন্তু সেই হিসাবে রক্তদান হচ্ছে না। বিশেষ করে করোনা প্রকোপের মধ্যে এই রক্তদান শিবিরে কিছুটা ভাটা পড়েছে। তথ্য তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ বলেন নয়া সরকার প্রতিষ্ঠার পর রক্তদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের ফলে তা কমে গেছে। অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন রক্তদানে এগিয়ে আসার জন্য সংগঠনের নেতৃত্ব সহ সকল সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান তিনি।