ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪

অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাদের ২০ জনের অবস্থা সংকটাপন্ন।

মেগান ডেভিড অ্যাডম উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, এই ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন।

মেরন পর্বতের পাদদেশে ‘লাগ বা’ওমের’ নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়।

পুলিশের সূত্রগুলো জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাওয়ার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের ওপর আরও অনেকে এসে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের ওপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়। ’

প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পাহাড়ের পাদদেশে ‘লাগ বা’ওমের’ নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেন। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করেন অর্থোডক্স ইহুদিরা।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এই উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় এক লাখ মানুষ জড়ো হন। এছাড়া শুক্রবারে আরও মানুষের অংশ নেওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর এই ধর্মীয় উৎসবের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। কিন্তু ইসরায়েলের সফল টিকাদান কর্মসূচির কারণে সম্প্রতি বহু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?