অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। আক্রান্তের দৈনিক পরিসংখ্যান প্রতিদিনই গড়ছে নয়া রেকর্ড। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে মহারাষ্ট্র, দিল্লিসহ একাধিক রাজ্যে জারি হয়েছে পূর্ণ ও আংশিক লকডাউন।
এমন পরিস্থিতিতে কভিড বিধি না মেনে ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা জিমি শেরগিল।
খবর পেয়ে অভিনেতা ও কলাকুশলীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে স্থানীয় সিনে দুনিয়ায়।
সংবাদমাধ্যম বলছে, করোনার বাড়াবাড়ি রুখতে লুধিয়ানায় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন। সে নিয়ম ভেঙে প্রায় ১৫০ জন কলাকুশলীকে নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইশ্বর নিবাসের ‘ইয়োর অনার টু’ ওয়েব সিরিজের শুটিং চলছিল লুধিয়ানায়। এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন জিমি শেরগিল।
অভিযোগ কভিড বিধি ভেঙে নাইট কারফিউ না মেনে গত তিন দিন ধরে লুধিয়ানার আর্য নামের স্কুলে শুটিং করছিল গোটা টিম। ফ্লোরে না ছিল কোনো নির্দিষ্ট স্যানিটাইজেশন পদ্ধতি, না ছিল গোটা টিমের কারো মুখে মাস্ক। দূরত্ববিধির তো কোনো বালাই ছিল না সেখানে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে অভিনেতা জিমিসহ গোটা টিমকেই গ্রেপ্তার করে।
পুরো টিমের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে। তবে শুটিং টিমের দাবি, তাদের কাছে প্রয়োজনীয় সব অনুমতি ছিল। ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ওই স্কুলে শুটিং করার অনুমতি নিয়েছিল প্রোডাকশন টিম। তা সত্ত্বেও পুলিশের বাগড়ায় তারা হতাশ।