একটি পরিচয়পত্র জমা দিলেই ৫ বছরের জন্য ট্রেড লাইসেন্স

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ এপ্রিল।। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আনা হয়েছে সরলীকরণ৷ শুধুমাত্র একটি আবেদনপত্র পূরণ করে সাথে যেকোনো একটি পরিচয়পত্র জমা দিলে ৫ বছরের জন্য ব্যবসায়ীরা পেয়ে যাচ্ছেন ট্রেড লাইসেন্স৷ এবং ইনস্যুরেন্সের ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা সরকার প্রদান করে৷

ট্রেড লাইসেন্স এবং ইনস্যুরেন্স থাকার পর ব্যবসায়ীরা যদি কোনো কারণবশত অগ্ণিকাণ্ডেরি শিকার হয় তাইলে বিমা কোম্পানির কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন৷ পাশাপাশি অধিকাংশ পরিষেবা নিগম কর্তৃক্ষ অনলাইনে করেছে৷ ঘরে বসে সুযোগ-সুবিধা মিলছে নিগমবাসীর৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্ধার্থ শিব জয়সওয়াল৷

তিনি আরো বলেন, আগরতলা শহরের বিভিন্ন এলাকায় রাস্তা বেদখল করে ব্যবসা না করার জন্য৷ কারণ জরুরি পরিষেবার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়৷ সেফটি ট্যাঙ্ক ৩ বছর অন্তর অন্তর পরিষ্কার করার জন্য বলেন তিনি৷

আবর্জনা বাড়িতে আসা এসএইচজি গ্রুপকে প্রদান করে বাড়ির কাছে রাস্তার ড্রেন পরিষ্কার রাখতে বলেন৷ বাজারগুলি ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে আবর্জনা এসএইচজি গ্রুপকে দেওয়ার কথা বলেন৷ এ অর্থ রাশি নিগম নেয় না৷ এসএইচজি গ্রুপের মহিলারা নেয়৷ তিনি আরও বলেন, আগরতলা শহরে ওপেন জিম খোলা হবে৷

এর জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে৷ সকলে যাতে বিল্ডিং করার সময় অবশ্যই প্ল্যান বের করে সেই আহ্বান জানান তিনি৷ জুন মাসের মধ্যে সম্পত্তি কর মিটিয়ে দিলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?