এডিসি এলাকার সমস্ত ভিলেজগুলির দখল নিতে চলছে তিপরা মথা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ এপ্রিল।। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের এডিসি এলাকার সমস্ত ভিলেজগুলির দখল নিতে চলছে তিপরা মথা৷ এজন্য প্রতিটি ব্লক এলাকার সমস্ত ভিলেজগুলিতে চলছে তারই প্রস্তুতি৷ জোর করে নয়, ভিলেজের সমস্ত মানুষের মতামত ও নিয়ম মেনেই কয়েকজনকে নিয়ে গঠিত হবে একটি ভিলেজ উন্নয়ন কমিটি৷

আর নির্বাচনের মাধ্যমে পরবর্তী ভিলেজ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটির সদস্যরাই ভিলেজের সমস্ত কাজকর্ম তদারকি করবেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে দলের নেতারা বলেন কোথাও জোর করে ভিলেজ দখল নেওয়া হবে না৷ ভিলেজের উন্নয়নের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত৷

এছাড়াও এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর অনুষ্ঠিত হলো না ভিলেজ কাউন্সিল নির্বাচন৷ আর সংবিধানের নিয়ম মোতাবেক নির্দিষ্ট সময়ের পর ঐ ভিলেজ কমিটি ভেঙে যায় এবং প্রশাসনিক কাজকর্মে তারা আর অংশগ্রহণ করতে পারে না৷

সে মোতাবেক বর্তমানেও রাজ্যের ভিলেজগুলিতে কোন নির্বাচিত ভিলেজ কমিটি নেই৷ ফলে দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের এডিসি এলাকাগুলিতে থমকে দাঁড়িয়েছে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম৷ দেখা দিয়েছে চরম আর্থিক সঙ্কট৷ ইতিমধ্যেই যার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এডিসি এলাকাগুলিতে৷ পাহাড় এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক দিক ও ভিলেজ উন্নয়নের কথা মাথায় রেখেই গঠন করা হয়েছে এই কমিটি৷

তবে বিগত সময়ে ভিলেজ এলাকাগুলিতে উন্নয়নের  নামে কোথাও কোন দুর্নীতি হয়েছে কিনা আগামীদিনে তাও খতিয়ে দেখা হবে বলে জানান দলের নেতৃত্বরা৷ আর কোথাও যদি এমন হয় তারও ব্যবস্থা নেওয়া হবে আইন মোতাবেক৷ মানুষের ও এলাকার উন্নয়নের জন্যই দল সবসময় কাজ করে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন দলের নেতৃত্বরা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?