এডিসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, জেনে নিন সিদ্ধান্তগুলি

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৮ এপ্রিল।। বুধবার এডিসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক খুমুলুঙস্থিত প্রশাসনিক ভবনে সভাকক্ষে অনুষ্ঠিত হয়৷ মুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা, পূর্ত দপ্তরের কার্যনির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং, এল.আর.এস দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের  কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা এবং প্রাণী সম্পদ দপ্তরের কার্যনির্বাহী সদস্য কমল কলই বৈঠকে উপস্থিত ছিলেন৷

প্রথমদিনের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো প্রধান প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি দপ্তরের নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা তুলে ধরেছেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা৷

এডিসি এলাকা উন্নয়নের জন্য বিগতদিনের বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখতে শক্তিশালী কমিটি গঠন করা হবে৷ তদন্ত কমিটির রিপোর্ট পরবর্তী সময়ে জনগণের সামনে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে৷ এছাড়া এডিসি এলাকার সবকয়টি সুকলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে স্থানান্তর করা হবে৷

পুলিশ বিল ১৯৯৭ এবং টাউন কমিটি বিল-২০২১ চালু করার উদ্যোগ নেয়া হবে৷ এডিসি এলাকা থেকে নেপকো, ওএনজিসিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে যে রাজস্ব আয় হয় সরাসরি সেইসব রাজস্ব আয় এডিসির হাতে হস্তান্তর করার প্রস্তাব জানানো হবে৷ গ্রেটার ত্রিপরাল্যান্ড গঠন করার লক্ষ্যে এডিসির আসন্ন অধিবেশনে একটি বিল উত্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

প্রত্যেক এমডিসি নিজের নির্বাচনী এলাকা উন্নয়নের জন্য প্রতিবছর ২৪ লাখ টাকা করে অর্থ বরাদ্দ পাবেন৷ এখন শুখা মরশুম৷ সর্বত্র পানীয় জল সঙ্কট আরম্ভ হয়েছে৷ পানীয় জল সঙ্কট দূর করার জন্য রাজ্য সরকারের ডি.ডব্লিউ.এস দপ্তরের সাথে আলোচনা করে পানীয় জল সঙ্কট দূর করার উদ্যোগ নেয়া হবে৷

ডম্বুর জল প্রপাতের জল পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গণ্ডাছড়া মহকুমার সর্বত্র সরবরাহ করার জন্য পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে৷ জোন্যাল, সাবজোন্যাল এবং ভিলেজ কমিটিগুলো পুনর্গঠন করার জন্য শীঘ্রই মনিটরিং কমিটি গঠন করে উন্নয়ন কাজ তদারকির দায়িত্ব দেয়া হবে৷

করোনা প্রতিরোধের লক্ষ্যে খুমুলুঙে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার উদ্যোগ নেয়া হবে৷
এদিকে, এডিসি পরিচালিত বেলবাড়িস্থিত শূকর, মুরগি খামার এদিন পরিদর্শন করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া৷ পরিদর্শনকালে উনার সাথে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই ছিলেন৷

খামার পরিদর্শনকালে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান আধিকারিক বি.কে দাস উপস্থিত ছিলেন৷ খামার পরিচালন সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসারদের কাছ থেকে অবগত হন৷ মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জানান, খামারকে আরও উন্নত করার বিষয়ে চিন্তা করা হবে৷ মুরগি, শূকর পালন করে বেকার যুবক-যুবতিদের স্বনির্ভর করে তোলা যায়, সেই বিষয়কে সামনে রেখে কাজ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?