স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ এপ্রিল।। নতুন জাতীয় সড়ক নির্মাণ করার এক বছরের মধ্যেই রাস্তা বেহাল দশায় পরিণত হওয়ায় স্বাভাবিক যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় সড়ক দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে জেলা শাসকের নিকট ই-মেল ডেপুটেশন প্রদান করা হয়েছে৷
অভিযোগ, গোমতী জেলা সদর উদয়পুর শহরের প্রবেশ মুখে, রাজারবাগ মোটরস্ট্যান্ড সংলগ্ণ জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে দীর্ঘ চার মাস যাবত৷
সড়কে কোন প্রকার মেরামতি নেই৷ জাতীয় সড়ক নির্মাণ করার এক বছরের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে গেছে৷ অথচ দপ্তরের কোন হেলদোল নেই৷ প্রতিদিন স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে৷ যাত্রীদের নিরাপত্তা প্রশ্ণের মুখে৷ আর তাতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷
দুই চাকা, তিন চাকা ও চার চাকার যান চলাচলে বাধা ও এই অস্বাভাবিক অবস্থায় নাগরিকরা আতঙ্কে ভুগছেন৷ উল্লেখ্য টেপানিয়া ইকো পার্ক, কলেজ, ডনবস্কো সুকল, গকুলপুর, রাজারবাগ মোটরস্ট্যান্ড, রমেশ চৌমুহনি ইত্যাদি স্থানে জাতীয় সড়কে কয়েক মিটার জুড়ে গর্ত হয়ে রয়েছে৷ এই অবস্থায় জেলা শাসকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে৷
জাতীয় সড়কের উপরিতলে স্থানে স্থানে এই ক্ষত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে৷ করোনা প্রকোপে বিধি নিষেধ থাকায় বুধবার সিপিআই(এমএল) রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জাতীয় সড়ক সংস্কার নিয়ে গোমতী জেলা শাসকের নিকট ই-মেল ডেপুটেশন প্রদান করেন৷