জাতীয় সড়কের বেহাল অবস্থা, দপ্তরের কোন হেলদোল নেই

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ এপ্রিল।। নতুন জাতীয় সড়ক নির্মাণ করার এক বছরের মধ্যেই রাস্তা বেহাল দশায় পরিণত হওয়ায় স্বাভাবিক যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় সড়ক দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে জেলা শাসকের নিকট ই-মেল ডেপুটেশন প্রদান করা হয়েছে৷

অভিযোগ, গোমতী জেলা সদর উদয়পুর শহরের প্রবেশ মুখে, রাজারবাগ মোটরস্ট্যান্ড সংলগ্ণ জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে দীর্ঘ চার মাস যাবত৷

সড়কে কোন প্রকার মেরামতি নেই৷ জাতীয় সড়ক নির্মাণ করার এক বছরের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে গেছে৷ অথচ দপ্তরের কোন হেলদোল নেই৷ প্রতিদিন স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে৷ যাত্রীদের নিরাপত্তা প্রশ্ণের মুখে৷ আর তাতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

দুই চাকা, তিন চাকা ও চার চাকার যান চলাচলে বাধা ও এই অস্বাভাবিক অবস্থায় নাগরিকরা আতঙ্কে ভুগছেন৷ উল্লেখ্য টেপানিয়া ইকো পার্ক, কলেজ, ডনবস্কো সুকল, গকুলপুর, রাজারবাগ মোটরস্ট্যান্ড, রমেশ চৌমুহনি ইত্যাদি স্থানে জাতীয় সড়কে কয়েক মিটার জুড়ে গর্ত হয়ে রয়েছে৷ এই অবস্থায় জেলা শাসকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে৷

জাতীয় সড়কের উপরিতলে স্থানে স্থানে এই ক্ষত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে৷ করোনা প্রকোপে বিধি নিষেধ থাকায় বুধবার সিপিআই(এমএল) রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জাতীয় সড়ক সংস্কার নিয়ে গোমতী জেলা শাসকের নিকট ই-মেল ডেপুটেশন প্রদান করেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?