এরমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একটি ব্যাগের ভিতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল শিশুটি। ধারণা করা হচ্ছে শিশুটি সদ্যোজাত। কে বা কারা শিশুটিকে নির্দয়ভাবে রাবার বাগানের ভিতরে ফেলে দিয়েছে অবশ্য এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অবৈধ সম্পর্কের জেরে ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে ফেলে দিয়েছে কোন নির্দয় মা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন সেখানে এসে ভিড় করেন।
পুলিশ এলাকাটি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও কোন তথ্য খুঁজে পায় কিনা। তথাকথিত সভ্য সমাজে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। এ ধরনের ঘটনা সভ্য সমাজের কলঙ্ক।এলাকাবাসী দাবি জানিয়েছেন এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।