বুধবার বিকাল নাগাদ মধুপুর সাহা পাড়া এলাকার চিন্ময় সরকারের ঘর থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। চিন্ময় সরকারের পরিবার সূত্রে খবর প্রায়শই অজয় বড়ুয়া মদমত্ত অবস্থায় থাকত। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মধুপুর হাসপাতালের মর্গে পাঠায়।