স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ এপ্রিল।। রহস্যজনকভাবে মোবাইল নেটওয়ার্কের ইন্টারনেটে গোলযোগ শুরু হয়েছে গোটা রাজ্য ব্যাপি৷ মঙ্গলবার ক্রমশ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার ইন্টারনেট কানেকশান দুর্বল হতে শুরু করে৷
বুধবার সন্ধ্যার পর রীতিমতো স্তব্ধ হয়ে যায় বিভিন্ন টেলিকম কোম্পানির ডাটা সার্ভিস এবং ইন্টারনেট পরিষেবা৷ ফোন কলের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা না হলেও বুধবার সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়া রীতিমত স্তব্ধ হয়ে যায়৷ রাজ্যব্যাপি আচমকা ইন্টারনেট সার্ভিস স্তব্ধ হয়ে পড়ার বিষয়টি রীতিমত রহস্যের সৃষ্টি করেছে৷
একাংশ মহলের অভিযোগ, জেলা শাসকের বদমেজাজি আচরণ এবং বিভিন্ন অপকর্মের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল বলেই ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে।